অভিমানে দূরে থেকে,
ফিরে যদি না-ই আসো আর।
শুধু----
একবার নিজে এসে ,
ভেঙে দাও হৃদয় আমার।।
এই বুকে বাজবে না
বাঁশি আর চেনা- নাম ধ'রে ।
এই চোখে স্বপ্নের --
ফোটা- ফুল সব যাবে ঝ'রে !
বুঝে গেছে বোবা মন ,
নেই তার কোনো অধিকার ।
(শুধু --
একবার নিজে এসে,
ভেঙে দাও হৃদয় আমার।।)
আমাকে পরিয়েছিলে
যে -রাখী মনে দীপ জ্বেলে'।
নিজের হাতেই আজ
সে -রাখী খুলে' দাও ফেলে ।।
একদিন এসেছিলে
মুঠো- মুঠো ভালোবাসা দিতে।
আমিও দিয়েছি সাড়া,
সেই দানে ঘর ভ'রে নিতে!!
সব আজ কেড়ে নাও ---
ভেঙে এই ঘরের দুয়ার।
(শুধু ---
একবার নিজে এসে
ভেঙে দাও হৃদয় আমার।।)
।।সমাপ্ত।।
0 Comments