।।দেশের বার্তা ।।

ব্রাহ্মণ -ক্ষত্রিয় -
বৈশ্য - শূদ্র--
মুসলিম - সাঁওতাল,  
সবাই শুদ্ধ !
খ্রিস্টান -বৌদ্ধ , 
শিখ আর জৈন,  
ভারতের জনগণ , 
সনাতন সৈন্য।
কুমোর -কামার -মুচি -
মেথর- চন্ডাল,
কাহার -বাউরি- তাঁতি, 
বাগদী -জেলের পাল,  --
আত্মার আত্মীয় 
আমাদের সকলের ।
আলোকের দূত ওরা 
পুত ওরা অমৃতের!
মানবতা এ-দেশের 
চরিত্রের স্তম্ভ।
জাত নিয়ে নেই কারু
লাথ- ছোঁড়া দম্ভ !
হিমালয় শৃঙ্গটা--
তাই এত উচ্চ !
সাগরে উচ্ছ্বসিত--
তরঙ্গ -গুচ্ছ ।
গঙ্গা-যমুনা আর 
কাবেরীর কন্ঠ--
দিন-রাত জপ করে 
একতার মন্ত্র ।
এ-দেশের নীলাকাশ 
তাই এতো উজ্জ্বল !
এদেশের প্রকৃতি -ও 
তাই এত স্বচ্ছল !

এর মাঝে কে শোনাস
বিপরীত বার্তা ?
কে কাটিস হৃদয়ের--
সেতারের তার- টা ?
ভালো ক'রে শোন্ তুই
নর-খেকো হায়না !
এ-দেশ এমন ছেলে 
চায়না ! চায়না !
       ।।সমাপ্ত।।