আমার প্রণাম, দিনের শুরুতে,



        ৷৷৷ স্বর্গের দূত ৷৷৷

সবাই বলছে বটে
চলে গেছেন আজই
বহু দূর, 
আমাদের ছেড়ে
প্রিয় শঙ্খবাবু ৷

    পাগলের দলসব
যাবেন কোথায় উনি ?
পালাবার উপায়
আছে কি আর !
নিজের জালেই বন্দী তিনি
কবিতার জালেই
জড়িয়ে গেছেন
আমাদের চেতনায়
আর আনন্দানুভবে
চিরকালীন ৷৷

    বেশি কিছু হলে
জায়গা করেছেন বদল
হয়তো বা,
সত্যি বলতে
কবিরা স্বর্গের দূত
অথবা
ভগবান রক্ত মাংসের,
চলেছেন হয়তো ফিরে
স্বর্গের পথে
দু চার দিনের তরে,
অতপর আবার
ফিরবেন শঙ্খ ঘোষ
তরুণ কবির 
কলমের আঁচড়ে ৷৷