সংবাদদাতা: 
উদার আকাশ ভার্চুয়াল আড্ডায় পালিত হলো নজরুল জয়ন্তী ২৬ মে ২০২১। কবি কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, আর চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। 
কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম এভাবেই সুত্রপাত করেন আয়োজনের। 
প্রবন্ধ পাঠ করেন ড. মোহাম্মদ শামসুল আলম কবি ও কথা সাহিত্যিক নূর কামরুন নাহার নিডস নিউজ সম্পাদক লোকমান পলা লেখক সোনিয়া তাসনীম খান। 
লেখক দীপক সাহা তার স্বর্গীয় পিতার সাথে কবি কাজী নজরুল ইসলামের ব্যাক্তিগত স্মৃতির কথা উল্লেখ করে শ্যামা সঙ্গীত রচনা এবং কালজয়ী কবিতা রচনার স্মৃতি বর্ণনা করেন। 
গিটার বাদক নাহার আহমেদ গিটারের সুরে সুরে নজরুল সঙ্গীত বাজিয়ে আয়োজন বর্ণিল ও আনন্দময় করে তোলেন। 
লেখক দীপক সাহার প্রস্তাবে উদার আকাশ সম্পাদক ফারুক আহমেদ কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেবেন বলে জানান। 
বেশকয়েক বছর থেকে ফারুক আহমেদের উদ্যোগে আন্তর্জাতিকভাবে পালিত  হয় "সাম্যবাদী নজরুল"। যা ইতোমধ্যে সাড়া ফেলেছে বোদ্ধা মহলে। 
প্রত্যেক বক্তার কথায় স্পষ্ট হয় নজরুলের বহুমাত্রিক প্রতিভার প্রকাশ বর্তমানে তিনি কতটা প্রাসঙ্গিক তার সাম্যবাদী চেতনার শক্তিময় বহির্প্রকাশ। তার রচনা বাংলা সাহিত্যের অমূল্য ভান্ডার। 
কবি রোকেয়া ইসলাম তার পরিবারের নজরুল প্রীতির উল্লেখ করে বলেন তার চাচা মীর দেলোয়ার হোসেন নিজ এলাকায় প্রতিষ্ঠিত করেছেন" কবি নজরুল উচ্চ বিদ্যালয়" ও " অগ্নিবীনা কলেজ"
তিনিও কিশোর বয়সে কবি নজরুল ইসলামকে দেখেছেন এটা তার জীবনে অমলিন স্মৃতি। 
সকলকে ধন্যবাদ জানিয়ে দু'ঘন্টা ব্যাপী আয়োজন সমাপ্ত হয়।
 


0 Comments