অতিমারির দুর্বিপাকে
কাঁপছে ভুবন মারণ ত্রাসে
নতশির করলে প্রাতে। 
উষ্ণ বাতাস প্রলয় গ্রাসে 
উত্তপ্ত বঙ্গভূমি 
আজ নীরব কেন কবি?
বাজুক শঙ্খ নিনাদ
মুছে যাক তব বিষাদ 
জাগো চির জাগ্রত কবি। 
তোমার কলম স্তব্ধ আজিকে
কোথায়  তোমার বজ্রবাণ
নীরব প্রতিবাদে দাও আহ্বান। 
আজ ফুলসাজে নীরব কবি
প্রণমি তোমার চরণধরি
আমাদের করলে আবার ভিখারী।