ভয়ের দেশে একটি গল্প সংকলন যাতে স্থান পেয়েছে দশটি ভয়ের গল্প। লেখনী প্রকাশনা সংস্থার মূল উদ্দেশ্য ছিল কিছু নব্য প্রতিশ্রুতিবান লেখক বা লেখিকাকে সুযোগ করে দেওয়া। 


যে দশজন লেখকের কলমে সেজে উঠেছে ভয়ের দেশে তাঁরা হলেন দেবারতি ভৌমিক, পল্লব হালদার, অনুশ্রী মন্ডল, ঝিলিক গোস্বামী, পায়েল বিশ্বাস, সুমন্ত বসু, রক্তিম লস্কর, ভাস্বতী মিত্র, সুচন্দ্রা পাল এবং রাহুল গুহ ঠাকুরতা। সেই প্রচেষ্টায় যথেষ্ট সফল বলা চলে। 


হাল আমলের পাঠকদের কথা মাথায় রেখে এই লেখক  লেখিকারা উপহার দিয়েছেন ভয়ঙ্কর সব ভয়ের গল্প যার মধ্যে আছে খুন, অলৌকিক, ব্ল্যাক ম্যাজিক, নৃশংশতার গল্পগুচ্ছ। 

লেখিকা দেবারতি ভৌমিককে সাধুবাদ জানাতে হয় সম্পাদনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবার জন্য। ওঁর নিজেরও একটা গল্প আছে এতে — 'এভাবেই ফিরে আসা যায়' নামে একটা থ্রিলার নির্ভর গল্প। এই সংকলনে আরও আছে পল্লব হালদারের গল্প — মুন্নি, যা নিয়ে পরবর্তী সময়ে হচ্ছে অডিও স্টোরি। কনিষ্ঠা লেখিকা অনুশ্রী মন্ডলের 'নীল আলোর রাজ্যে' গল্পটিও চমৎকার, খুন ভয়, অলৌকিক সব মশলায় রান্না করা আশ্চর্য এক উপাদেয় গল্প।

ভয়ের দেশে বই কখনও আপনাকে নিয়ে যাবে রাজস্থানের পাষাণপুরীতে, কখনও বা শৈলশহর উটিতে। ঝিলিকের গল্পে আছে ভ্যাম্পয়ার ট্রিএর কথা। কালা জাদুতে সেজে এসেছে সুমন্ত বসুর গল্প। এছাড়া রয়েছে প্রতিশোধের গল্প সুচন্দ্রা পালের কলমে। ভাস্বতী মিত্র, রক্তিম লস্কর আর রাহুল গুহ ঠাকুরতার গল্পেও উঠে এসেছে ভয়াবহ কিছু কাহিনী।

লেখনী প্রকাশনীর এইটি প্রথম বই, আগামী দিনে তারা আরও অনেক এইরকম সাধু উদ্যোগ নেবেন আশা করা যায়। ভয়ের দেশে বইটির মুদ্রিত মূল্য ২২৫ টাকা। বইটি পাওয়া যাবে কলেজ স্ট্রিটের বিভিন্ন বিপনীতে আর অনলাইন মাধ্যমে। এ ছাড়া প্রকাশককে ফোন করেও বইটি সংগ্রহ করতে পারেন। প্যান্ডেমিকের কথা মাথায় রেখে পাঠকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে প্রকাশনী সংস্থার।