।।গানের কথা।।
জানি,
ইংলিশ-চ্যানেল লোকে
পার হচ্ছে।
হিমালয় শৃঙ্গের-ও
হার হচ্ছে।
আর--
দুর্গম-গহন
মনটা তোমার,
ভারি
কষ্টে জিতে পেলাম--
'জয় -উপহার' !!
ডুবুরি অগাধ জলে--
হাতড়াচ্ছে।
রকেট মহাশূণ্যে
সাঁতরাচ্ছে।
যা খুঁজছে--
সকলেই
তা পাচ্ছে।
আর---
অনেক খুঁজে--
পেলাম আমি,
ভালোবাসা
বুকে তোমার।।
লোকেরা কুড়োয় সোনা
প্রশস্তি।
হল-ভর্তি হাত-তালি
খুব মস্তি!
আ-জীবন
তার ভাগ্যে--
এই স্বস্তি।
আর--
আমার বেলায়
প্রশংসা নাই।
আছে শুধুই
হিংসে সবার।।
।।সমাপ্ত।।
0 Comments