তোমাদের কবিতা নারীর সৌন্দর্য নিয়ে,

আমাদের কবিতা নারীর বীরত্ব নিয়ে।

তোমাদের কবিতা চাঁদের জ্যোৎস্না নিয়ে,

আমাদের কবিতা চাঁদের স্রষ্ঠাকে নিয়ে।

তোমাদের কবিতা অবৈধ প্রেমীকাকে নিয়ে।
আমাদের কবিতা বৈধ স্ত্রীকে নিয়ে।

তোমাদের কবিতায় থাকে মদের গ্লাস,

আমাদের কবিতায় থাকে জুসের বাটি।

তোমাদের কবিতায় থাকে মরিচিকা,

আমাদের কবিতায় থাকে বাস্তবতা।

তোমাদের কবিতা শুধু দুনিয়া নিয়ে, 

আমাদের কবিতা দুনিয়া ও আখেরাত নিয়ে।