নিজস্ব সংবাদদাতা: 

 কলেজস্ট্রিট বই-চিত্র কালচারাল সোসাইটি হলে বিশিষ্ট কবি ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার এবং কবি ও সাহিত্যিক  রবীন্দ্রনাথ রায় সম্পাদিত 'কবি অন্বেষা' কবিতা সংকলনটি করোনাবিধি মেনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হল। কবি দেবাশিস সাহা স্বরচিত কবিতা পাঠ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 



এদিনের অনুষ্ঠানে একইসঙ্গে রবীন্দ্রনাথ রায়ের ছোটগল্পের বই 'হ্যালো শুনছেন' এবং অংশুমান রায়ের 'সকালের রোদ' গল্পগ্রন্থটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবী মীরাতুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মানস ভান্ডারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রবীর জানা, ডা: প্রকাশ মল্লিক, ডা: অনিলকুমার ঘাঁটা, কবি লেখা মন্ডল, বিশিষ্ট চিত্রশিল্পি শেখর বিশ্বাস প্রমূখ।


উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে মীরাতুন নাহারের হাত দিয়ে উদ্বোধন হয় "দেশের আয়না" প্রকাশনী থেকে প্রকাশিত 'কবি অন্বেষা' কবিতা সংকলনটি। এবং "উদার আকাশ", প্রকাশন থেকে প্রকাশিত রবীন্দ্রনাথ রায়ের 'হ্যালো শুনছেন' গল্পগ্রন্থটি উদ্বোধন করেন মানস ভান্ডারী। এছাড়াও "শিল্প নগরী" থেকে প্রকাশিত অংশুমান রায়ের লেখা 'সকালের রোদ' গল্পগ্রন্থটি উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিও চিকিৎসক ও সমাজসেবী ডা: প্রকাশ মল্লিক। অনুষ্ঠানের সভাপতি তাঁর ভাষণে বর্তমান পরিস্থিতিতে রবীন্দ্রনাথ রায়ের এই গল্প সংকলন প্রকাশকে সাধুবাদ জানিয়ে কবি অন্বেষা সংকলনের কয়েকটি কবিতার বিষয়ে একটি সুন্দর আলোকপাত করেন। 



আলোচনার মাধ্যমে তিনি বলেন, আমাদের দৈহিক দূরত্ব বজায় থাকুক, কখনোই সামাজিক দূরত্ব নয়। প্রধান অতিথি মানস ভাণ্ডারী রবীন্দ্রনাথ রায়ের 'হ্যালো শুনছেন' গল্পগ্রন্থটি প্রকাশ করে জানান, এই করোনা পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানের শেষ পর্বে ডা: অনিলকুমার ঘাঁটা, দেবাশিস সাহা, শান্তনু গঙ্গারিডি, রাজর্ষী মাইতি, শশাঙ্ক কুমার সরকার, গার্গী মুখার্জী প্রমুখ কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন।
গার্গী মুখার্জী এবং সুজিত চক্রবর্তীর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।