সফিউন্নিসা
আধুনিক বাংলা ছোট গল্পের ধারায় সম্পূর্ণ অন্যরকম স্বাদের সঙ্গে পাঠকদের পরিচয় করালেন ড. সা'আদুল ইসলাম।
দশটি নানা স্বাদের গল্পের সংকলন "গ্রাস গান অশ্রু"-তে জীবনের নানা ছবি এঁকেছেন তিনি। বইটির প্রকশক উদার আকাশ। অভিজ্ঞতায় ঋদ্ধ মননের প্রতিচ্ছবি যেমন কিছু গল্পে মূর্ত হয়ে উঠেছে তেমনই কয়েকটি গল্পে লেখকের রোম্যান্টিক মনের আলোছায়া রহস্যঘন হয়ে ধরা দিয়েছে।
প্রথম গল্প 'ক্লিওপ্যাট্রার কামিজ' এ ধরা দিয়েছে সাধারণ ঘটনাক্রমের মধ্যে দিয়ে লেখকের ইতিহাসচেতনা আর বিন্দুতে সিন্ধু দর্শনের দার্শনিকতা। উঠে এসেছে এক গ্রামীণ জনপদের রঙ্গিন বর্ণলিপি আর কয়েক শ বছর আগের ইতিহাস ভূগোলের অজানা জগতের আভাস।
"গ্রাস গান অশ্রু"-তে পেলাম
লেখকের পেশাগত জীবনের এক মধুর ছবি। আধুনিক ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যাপকদের শ্রদ্ধা ও ভালোবাসার নিবিড় সম্পর্ক মন ছুঁয়ে যায়।
দুটি গল্প 'একটি কান্নার ইতিকথা' আর 'আত্মবোধ'। মনুষ্যেতর প্রাণিদের নিয়ে এমন স্পর্শকাতর গল্প কম চোখে পড়ে। কোথাও যেন মানুষকে হারিয়ে দেয় ওরা। প্রথমটি তো লেখকের মনকে চিনিয়ে দেয়, পাঠককে নিয়ে যায় অনুভূতির অতল গভীরে।
অন্য গল্পগুলোতে গ্রামকেন্দ্রিক জীবনের আলোছায়ার জগৎ তার ভালো মন্দ, সুখ দুঃখ, মানুষের নানারূপ জীবন্ত হয়ে ধরা দিয়েছে।
এক নিমেষে পড়তে গিয়েও থেমে যেতে হয় বারবার উপলব্ধিটাকে আস্বাদন করার জন্য।
লেখককে অজস্র ধন্যবাদ এমন একটি উপহার দেওয়ার জন্য।
শুধুমাত্র প্রচ্ছদটি আরও একটু গাম্ভীর্য দাবি করে।
গ্রাস গান অশ্রু
ড. সা'আদুল ইসলাম,
প্রকাশক: উদার আকাশ,
ঘটকপুকুর, ভাঙড় গোবিন্দপুর-৭৪৩৫০২,
দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত।
মূল্য: ১২৫.০০
কথা: ৭০০৩৮২১২৯৮
0 Comments