শনিবার জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে শুরু হয় শশাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,শ্যামপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা,শশাটি অঞ্চল পঞ্চায়েতের প্রধান শম্পা জানা,উপপ্রধান আশিষ কাপড়ি,শশাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সনাতন ভট্টাচার্য ,আশুতোষ মল্লিক, জলধর ঘোষ সহ বিভিন্ন বুথ স্তরের কর্মীবৃন্দ।


0 Comments