অনেক ধর্মবিদ্বেষী মানুষ বলে থাকেন যে, পৃথিবীতে যত যুদ্ধ-বিগ্রহ বিগত দিনে ঘটেছে অথবা ঘটে চলেছে বিশেষ করে মিডিল ইস্টের যুদ্ধগুলি বেশিরভাগই নাকি ধর্মীয় কারনে হয়েছে বা হচ্ছে। মানুষের মধ্যে ধর্মের প্রভাব যদি না থাকত তাহলে পৃথিবীটা নাকি শান্তিপূর্ণ হত!!! যত অশান্তি ধর্মের কারণে!!! আসুন এই অভিযোগের একটু পর্যালোচনা করে দেখা যাক____________

Encyclopedia of Wars এর অনুসারে, ১৭৬৩ টি পরিচিত/লিপিবদ্ধ ঐতিহাসিক দ্বন্দ্বের মধ্যে, মাত্র ১২৩ টি বা ৬.৯৮%, তাদের প্রাথমিক কারণ হিসাবে ধর্ম ছিল।
(রেফারেন্স-Axelrod, Alan; Phillips, Charles, eds. (2004). Encyclopedia of Wars (Vol.3). Facts on File. pp. 1484–1485 "Religious wars".)

Matthew White's The Great Big Book of Horrible Things অনুসারে ১০০ টি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ১১ টি যুদ্ধে ধর্মীয় কারণ রয়েছে।

তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে ঐতিহাসিকদের মতে তার মাত্র ৬.৯৮% এ ধর্মীয় কারণ রয়েছে আবার অনেকে বলেছে যে ধর্মীয় কারণে যে সমস্ত যুদ্ধের কথা জানা যায় তার আসল কারণ ছিল পলিটিক্যাল অথবা ইকনোমিক্যাল।(যেমন ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব, সিরিয়ার যুদ্ধ, ইয়েমেন এর যুদ্ধ ইত্যাদি ইত্যাদি। এগুলির পিছনে কিছু ধর্মীয় ব্যাপার থাকলেও যে কোন জিওপলিটিক্স এর জ্ঞান রাখা মানুষ সহজেই বুঝতে সক্ষম যে এগুলির আসল উদ্দেশ্য geo-political)‌। তাহলে আসলেই ধর্মীয় যুদ্ধের বা ধর্মীয় কারণে যুদ্ধের সংখ্যা তুলনামূলকভাবে কত কম, সেটা বুঝতেই পারছেন। তাহলে যারা প্রত্যেক যুদ্ধবিগ্রহের পিছনেই ধর্মীয় কারণ খুঁজে বেড়ান তাদের অবশ্যই এই সমস্ত জিনিস গুলো বোঝা উচিত যে, যুদ্ধের আসল কারণ হলো পলিটিক্যাল ও ইকোনমিক্যাল কারণ এবং so called সুপারপাওয়ার দের সুপ্রিমেসি বজায় রাখার একটা নোংরা খেলা মাত্র!! 

এবার কয়েকটি ইন্টারেস্টিং তথ্য দেখা যাক____

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ১০টি যুদ্ধ:----

1. World War II [১৯৩৯-১৯৪৫, প্রধানত ইউরোপের কয়েকটি দেশের লড়াই পরবর্তীতে অন্যান্য দেশেও জড়িয়ে পড়ে]-- মৃত প্রায় ৭ কোটি।
2. An Lushan Rebellion[৭৫৫-৭৬৩, চীনের তাঙ ডাইনেস্টি]-- মৃত প্রায় ৩.৬ কোটি।
3. Mongol Conquests [১৩-১৪ শতাব্দি, মঙ্গোলিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত]--- মৃত প্রায় ৩ থেকে ৬ কোটি।
4. Qing Dynasty conquest of the Ming Dynasty [১৬১৬-১৬৬২, চীন]-- মৃত প্রায় ২.৫ কোটি।
5. Taiping Rebellion [১৮৫১-১৮৬৪, চীন]-- ২ থেকে ৩ কোটি।
6. World War I [১৯১৪-১৯১৮, প্রধানত ইউরোপ পরবর্তীতে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে]-- মৃত প্রায় ১.৫-৬ কোটি।
7. Conquests of Timur [১৩৬৯-১৪০৫, মঙ্গোলিয়া থেকে ভূমধ্যসাগর (প্রধানত মধ্য এশিয়া)]--  মৃত প্রায় ২ কোটি।
8. Dungan Revolt [১৮৬২-১৮৭৭, চীন]-- মৃত প্রায় ১.২ কোটি।
9. Russian Civil War [১৯১৭-১৯২১, রাশিয়া]-- মৃত প্রায় ৯০ লাখ।
10. Second Congo War [১৯৯৮-২০০৩, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আফ্রিকা]-- মৃত প্রায় ৫৪ লাখ।

(রেফারেন্স-https://www.borgenmagazine.com/10-deadliest-wars/)

তো সেই সব ধর্ম বিদ্বেষী মানুষ যারা প্রত্যেক দ্বন্দ্বের মধ্যে ধর্মীয় কারণ খুঁজে বেড়ায় তারা কি বলতে পারবে উক্ত যুদ্ধগুলোতে কোন ধর্মের যোগ ছিল?? এবার অনেকেই বলবেন লিস্টেতো তাইমুর রয়েছে সে তো একজন মুসলিম 🤔🤔 অবশ্যই, কিন্তু সে কি তার রাজত্ব ধর্মীয় কারণে বিস্তার করেছিল নাকি তার বংশের মঙ্গোলীয় খ্যাতিকে বৃদ্ধি করার জন্য রাজত্ব করেছিল। যদি সে ধর্মীয় কারণে যুদ্ধ করেছিল তাহলে তার রাজত্বে সবথেকে বেশি মুসলিমরা কেন মরেছিল সে তো মুসলিমদের খলিফা বায়াজিদ কে গ্রেপ্তার করেছিল তার পর হত্যা করেছিল, তাছাড়া সে ইজিপ্টে মামলুকদের বিরুদ্ধেও লড়েছিল আর ভারতবর্ষে দিল্লির সুলতানদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিল। তাহলে সে কি ধর্মযুদ্ধ করেছিল?? নাকি ভূমি দখল ও রাজত্বের জন্য করেছিল!! আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।


উপরে বর্ণিত রক্তক্ষয়ী যুদ্ধ গুলির কোনোটি ধর্মীয় কারণে হয়নি বরণ প্রত্যেকটির পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বিশেষ করে সবথেকে যে যুদ্ধে মানুষ মারা গেছে সেটি ছিল দ্বিতীয় বিশ্ব যুদ্ধ। সেটা কোন ধর্মীয় কারণে বা ধর্মীয় সুড়সুড়িতে হয়নি বরং সেটা সম্পূর্ণ ন্যাশনালইজম এর নামে হয়েছিল এছাড়া আরো অন্যান্য কারণ ছিল।

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কোন নেতার নেতৃত্বে বেশি লোক মারা গেছে সেটা জানেন কি??
--তার নাম মাও সেতুং। ১৯৪৬-১৯৭৬, মাত্র ৩০ বছরে তার শাসনামলে প্রায় ৪ থেকে ৭ কোটি মানুষ মারা যায়। 
(রেফারেন্স- Fenby, J (2008). Modern China: The Fall and Rise of a Great Power, 1850 to the Present. Ecco Press. p. 351)
সে কোন ধর্মের লোক ছিল জানেন?? হিন্দু-বৌদ্ধ মুসলিম-খ্রিস্টান কোন ধর্মের?? সে ছিল একজন পাক্কা নাস্তিক কমিউনিস্ট। তাহলে তার রাজত্বকে, তার দ্বারা হত্যাযজ্ঞকে কোন ধর্মের সঙ্গে লিংক করবেন?? 

জোসেফ স্ট্যালিন কে চেনেন? সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট লিডার। তার আমলে প্রায় ১.৫ কোটি মানুষ মারা যায়। তিনি কোন ধর্মের মানুষ??--পাক্কা নাস্তিক।
(রেফারেন্স-Conquest, Robert (2008). The Great Terror: A Reassessment. Oxford University Press. p. xvi.)

কুখ্যাত কম্বোডিয়ান জেনোসাইডের নাম তো সবাই শুনেছেন প্রায়। কার আমলে হয়েছিল??কে করেছিল?? তার নাম হলো পল পট। তার দ্বারা প্রায় ৩৪ লাখ মানুষ মারা যায়। সে একজন নাস্তিক।

(রেফারেন্স-Heuveline, Patrick (2001). "The Demographic Analysis of Mortality in Cambodia". In Forced Migration and Mortality, eds. Holly E. Reed and Charles B. Keely. Washington, D.C.: National Academy Press.)

আর অ্যাডল্ফ হিটলার তার কথা আর বললেই নয়!!!
প্রায় ২ কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী। ইহুদিদেরকে তো জেনোসাইড করেছিল। তিনি কি প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন?? অনেক ঐতিহাসিক তো তাকে নাস্তিক ঘেষা মানুষই বলে থাকেন।

তো এবার হয়তো অনেকজন বলবেন যে অনেক মুসলিম রাজা ও নেতার নেতৃত্বে বহু মানুষ মারা গেছে সেগুলোর কি করবেন??-- তো সেটা একেবারেই পরিষ্কার করে দিতে চাই যে সব মুসলিম রাজা বা নেতারা মোটেই ধোয়া তুলসী পাতা নয়, তাদের দ্বারাও অনেক মানুষ মারা গেছে। যেমন ওমর আল-বশির সোহার্তো, ইয়াঙ্গ টার্ক (এটা একটা গোষ্ঠী) প্রমূখ প্রমুখ ওদের হাতে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, কিন্তু আমি এখানে যে পয়েন্টটা বোঝাতে চাইছি সেটা হলো এই যে, কোন ধর্মীয় কারণে এই হত্যাযজ্ঞ চালানো হয়নি বরং তার পিছনে ছিল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা। যদি বিগত শতাব্দীতে (যেটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত অধ্যায়) ঘটে যাওয়া হত্যাযজ্ঞ গুলো দেখি তাহলে দেখা যাবে যে, মোটেই কোন ধর্মীয় কারণে হত্যাযজ্ঞ হয়নি। এটাই আমার পয়েন্ট তাই জন্যই আমি বিশেষ করে নাস্তিক লিডারদের তথ্যগুলোকে উত্থাপন করেছি যাতে করে বিষয়টা পরিষ্কার হয়।

এবার মিডিল ইস্টের যুদ্ধ গুলোর কথা বলা যাক। আপনি কি বলতে চাইছেন যে মিডেল ইস্টে ঘটে যাওয়া যুদ্ধ গুলির পিছনে ধর্ম দায়ী?? সত্যি হাস্যকর 😂😂।
সিরিয়া যুদ্ধের আসল লক্ষ্য বস্তু হল ভূমধ্যসাগরের ডাইরেক্ট অ্যাক্সেস, ইরাকের লড়াই তেল হাতানোর!!! ইয়েমেনের লড়াই সৌদি ও ইরানের প্রক্সি!! আর আফগানিস্তানের যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য এটা লিখতে গেলে তো ইতিহাস হয়ে যাবে!!! অবশ্যই পাবলিককে ক্ষ্যাপাতে এবং মিলিটারিদের চাগাতে ধর্মীয় সুরসুরি তো ব্যবহার করা যেতেই পারে। কিন্তু আপনি যদি একটু হলেও জিওপলিটিক্স নিয়ে চর্চা করেন তাহলে মিডিল ইস্টের অশান্তির আসল কারণ আপনার কাছে সহজেই ক্লিয়ার হয়ে যাবে 😀😀

তো এখন বেশি কথা বাড়াচ্ছি না পোস্ট একেই লম্বা হয়ে গেছে। কিন্তু ধর্মবিদ্বেষী মানুষদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি যে, বিগত শতকের কোটি কোটি মানুষের যে হত্যাযজ্ঞ চলেছে তার পিছনে কোন ধর্ম দায়ী আর মাও সেতুং, জোসেফ স্ট্যালিন, পলপট এরা কোন ধর্মের লোক?? আর তারা কোন ধর্মীয় পুস্তক দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কোটি কোটি মানুষকে হত্যা করেছে?? হোমওয়ার্ক দিলাম 😎😎
সৌজন্যে: ইসলামের ইতিহাস ও সীরাত