নিজস্ব সংবাদদাতা: ৫ জানুয়ারি, বুধবার, ছিলো অষ্টম বর্ষের লালগোলা বইমেলার তৃতীয় দিন। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে, লালগোলা বইমেলা কমিটির পরিচালনায় কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে, সমস্ত সরকারি প্রোটোকল মেনেই লালগোলা বইমেলার সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় কবি সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন লালগোলার ভূমিপুত্র কবি অনির্বাণ মুখোপাধ্যায় ও কবি নিহারুল ইসলাম সহ আরও অনেক নামকরা কবি ও সাহিত্যিক। অতিথি আসনে আমন্ত্রিতদের মধ্যে কবি শান্তিময় মুখোপাধ্যায়, কবি সৈকত ঘোষ ও কবি প্রত্যূষা সরকার তাঁদের বিশেষ বক্তব্য ও কবিতা পাঠের মাধ্যমে সকলকে আনন্দ দিতে পেরে আপ্লুত।



 কবি দম্পতি প্রত্যূষা ও সৈকতের কথায়, "লালগোলা আমাদের অক্সিজেন, আর পদ্মা মনে করায় আমাদের ভিটেমাটির প্রতি টান। ওপারে তাকালে আরও বেশি নস্টালজিক হয়ে পড়ি।" এমনকি প্রত্যূষা তাঁর কবিতায় বলে দিলেন কাঁটাতারের ওপারের এক অদ্ভুত গল্প। 


কবি সম্মেলনে আলোচিত হল সংস্কৃতির নানান ক্ষেত্র। কবি শান্তিময় মুখোপাধ্যায়ের কবিতায় উঠে এলো সঙ্গীত ও কবিতার মেলবন্ধন।



 আর খাঁটি গুঁড়ের চা সহযোগে কবি সৈকত ঘোষের তিনটি কবিতাই ছাপ ফেলে দিলো শ্রোতাদের মনে। জেলা পুলিশের উদ্যোগে টানা আট বছর ধরে অনুষ্ঠিত এই বইমেলায় সংস্কৃতির চাষ যে অত্যন্ত যত্ন সহকারে হয় তা আর বলার অপেক্ষা রাখে না।