সংবাদদাতা:
বিশিষ্ট কলামিস্ট মইনুল হাসান তাঁর লেখা "হারিয়ে যাওয়া পঞ্চকন্যা জীবন ও সাহিত্য" মূল্যবান গ্রন্থটি উৎসর্গ করেছেন ড. যূথিকা মৈত্রকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এনসিয়েন্ট হিস্ট্রি স্বনামধন্য অধ্যাপিকা ছিলেন ড. যূথিকা মৈত্র।
মইনুল হাসান বইটি অধ্যাপিকা ড. যূথিকা মৈত্র-এর হাতে তুলে দিলেন।
0 Comments