সংবাদদাতা, অন্ডাল :
মঙ্গলবার ইসিএলের বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির কমিউনিটি হলে আয়োজিত হল সর্বভারতীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এন্ড অফিসার সংস্থার সভা । উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর,কে তেওয়ারি, কার্যকারী সভাপতি প্রদীপ সিংহ, সোমেন চ্যাটার্জী, রাজেশ কুমার, সংগঠনের শ্যামসুন্দরপুর কোলিয়ারির ইউনিট সম্পাদক সমীর মাহান্তো সহ অন্যান্যরা । সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর,কে তেওয়ারি জানান খনিতে কর্মরত মাইনিং সর্দার, ওভারম্যান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও অফিসারদের ন্যায্য সুযোগ-সুবিধা ও দাবি দেওয়া নিয়ে এদিন সভাতে আলোচনা হয় ।
তিনি জানান খনিতে কর্মরত শ্রমিকদের জন্য বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছে । কিন্তু মাইনিং সরদার, ওভারম্যান, ইঞ্জিনিয়ারদের কোন সংগঠন না থাকায় তারা অনেক ক্ষেত্রেই প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকে । এদের কথা তুলে ধরতে তাদের সংগঠন কাজ করে বলে তেওয়ারি বাবু জানান । সভা শেষে শ্যামসুন্দরপুর কোলিয়ারির ইউনিটের ১৬ জনের নতুন কমিটি ঘোষণা করা হয় ।
0 Comments