অতসী দাস, শ্যামপুর :


টি ইউ সি সি অনুমোদিত পশ্চিমবঙ্গ টালি ইটভাটা এমপ্লয়িজ ইউনিয়নের ৬ষ্ঠ সম্মেলন আজ অনুষ্ঠিত হল শ্যামপুরের শিবগঞ্জ খেয়াঘাট সংলগ্ন স্থানে। ইউনিয়নভুক্ত শ্রমিকদের নিয়ে এই বিশেষ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলির সদস্য তথা জেলা কমিটির সম্পাদক,  পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল। 



ফরওয়ার্ড ব্লকের শ্যামপুর কমিটির সভাপতি শক্তিরঞ্জন প্রামাণিক, ইউনিয়নের সাধারণ সম্পাদক অসিতবরন সাউ, সহযোগি সম্পাদক সাগর পাল সহ আরো অনেকেই। অসিতবরন  সাউ শ্রমিক সংগঠন মজবুত করার আহ্বান জানান এই সম্মেলন মঞ্চ থেকে।



শৈলেন মণ্ডল তাঁর বক্তব্যে সাম্প্রতিক কৃষক আন্দোলনের উদ্ধৃতি দিয়ে বলেন, শ্রমিকরাই ভারতের একমাত্র শক্তি উঠতে পারে। শ্রমের বিনিময়ে ন্যাহ্য পাওনার দাবিতে শ্রমিকদের আন্দোলনের পথে হাঁটতেই হবে।সংগঠনের সঙ্গে সংঘবদ্ধ থেকে আন্দোলন মজবুত করার পরামর্শ দেন তিনি।