মনের আশা
আজ যেন কে ঘন্টা বাজাচ্ছে ওই মন্দিরে
কে যেন ছুটেছে মসজিদে,
কারা যেন কাঁদছে ওই হসপিটালের মাঠে
ওই যে দূরে ,ওই যে রাস্তার পরে
কে যেন দাঁড়িয়ে একা অবসাদ মনে।
স্কুলের ধারে এ কীসের গন্ধ?
নেই তো কেউ কোথাও !
আমি একা বসে আছি
ঘরের কোনে ,একলা মনে।
কেউ কারো কাছে আসে না আজ
কেউ আসেনা মোর কাছে।
হয়তো একদিন আসবে নতুন সকাল,
যেদিন সবাই আসবে সবার কাছে।
সবাই আবার যাবে নিজের কাজে,
থাকবে সবাই সবার মাঝে।
শতরূপা কর
0 Comments