যার আছে,তার আছে
আমারও আছে একটি আকাশ।
একটুখানি চোখের জলে
ঝর্ণা ঝরা এ অবকাশ।

যার আছে,তার আছে
আমারও আছে তিনটি কাঁটা
সময়ের এই সাম্রাজ্যে
অন্ধকারের উপত্যকা।

যার আছে,তার আছে
আমারও আছে নৌকাখানা
ভাসিয়ে দেব আপনমনে
নাই বা থাকুক তার ঠিকানা।

যার আছে,তার আছে
আমারও আছে বন্ধু স্বজন
চায় না যখন কেউ আমাকে
বন্ধু খোঁজে যখন তখন।

যার আছে,তার আছে
আমারও আছে একটি আমি
অতীত ছেড়ে বর্তমানে
ভবিষ্যতের পথটি জানি।