তুমি থাকতে চাও উলঙ্গ
আমার তো নেই মাথাব্যথা ।
আমি ঢাকতে চাই সর্বাঙ্গ
তাতে তোমার কেন গাত্র জ্বালা ?
আমাকে থাকতে দাও
আমার হিজাব পরে ।
তুমি থাক যেমন ইচ্ছে
তোমার অঙ্গ খুলে ।।
জোর জুলুম, দমন পীড়ন
এ তো পশুর ধর্ম ।
একুশ শতকে এসেও তুমি
আচরণে হয়েছ বন্য ।
এসেছে সময়, ভেবে দেখার
চিত্তে চরিত্রে সভ্যতায় ।
আজকের আধুনা পৃথিবী
কেন, তোমায় দেখে লজ্জা পায় ?
0 Comments