জীবনে যা পাই শিক্ষার অঙ্গ হয়ে আসে
সদ্ভাবনায় প্রতি ক্ষেত্রে পাওয়া ভালোবেসে।
জীবন যুদ্ধে লিপ্ত হওয়া শিক্ষা পথের পরিণতি
মানুষ হতে বড়ই প্রয়োজন বোধ শক্তির দৃষ্টি।
সংসারে একই পাঠে জ্ঞান হয় কি সবার
সততার পাঠ নেওয়া করে জীবনে অঙ্গীকার!
মানুষের মন প্রতিক্রিয়া দেয় কোন বিবেক গুণে
বিষয় বিশ্লেষণ করে থাকে, পরিস্থির কারণে।
নিত্যদিনের ঘটনা দিয়ে চলে সমাজ ব্যবস্থার চিত্র
সামাজিক বিজ্ঞান শিক্ষা দিয়ে চলে জ্ঞানের ছত্র।
মানুষের মধ্যে সত্য চিহ্নিত করা বিবেক দংশনে
জীবন অচল হয়ে থাকে কখনও অসুর দলনে।
সত্য জানতে মনের গভীরে দরকার তীক্ষ্ণ বিশ্লেষণ
সূত্র খুঁজতে মন করবে যথার্ত অনুসরণ।
জীবনে যত শিক্ষা ছড়িয়ে থাকে পরিবেশে
নিজের মঙ্গলের জন্য উপযোগী কর,থাকব সবার পাশে।
0 Comments