এ ভূমি খনিজ ইচ্ছা , ইচ্ছাভূমি কার ?
এ ভূমি সাগর মায়া , গিরি উপত্যকার ।

এ ভূমি বৈদূর্য্যমনি , নেভালেই ফণী 
মার মার মার পিটে পাথুরে নবনী !

ধর্ষণে ধর্ষণে বোবা কালা যোনী 
কিভাবে জাতক পাবে গর্ভের ধ্বণি ?

দু' দেশ বৈরী হলে , ত্রিশঙ্কু দেশ 
স্বার্থের নামতায় পাল্টায় বেশ !

এ ভূমি তাদের নয় , যারা তস্কর 
ক্লোরোফিল ধর্মঘটী , অক্সিজেন শর ।

এ ভূমি শুষেছে নীল রক্তের নদী 
তথাপি সবুজ বীজে অবুঝ সম্বোধি ।

যদিও বিচিত্র গতি , অন্তঃমিলে বাধা 
চালাও সারথী রথ , শ্রীভূমিতে রাধা !