শিশির ভেজা ঘাসে পড়ে থাকে নগ্ন পায়ের ছাপ।
বৃক্ষ থেকে এক এক করে ঝরে পড়ছে রাতের অন্ধকারে অসংখ্য পাতা।
তবু ও একাকী নির্জন রাতে হেঁটে চলেছি ।
পথ যে আমায় অতিক্রম করতে হবে ভোরের সূর্য ওঠার আগে।
ধীরে ধীরে পূবের আকাশ হয়ে ওঠে লাল
উদিত রবির কিরনে উদ্ভাসিত দিকচক্র বাল।
স্মৃতি গুলো মাথা তোলে বারং বার,
ব্যথা গুলো পড়ে ঝরে,
রংহীন ইচ্ছেরা তবু কতটা ভালোবাসার,
যতটা সবুজ পেলে ঝরবে না পাতা আর!
0 Comments