চারিদিকে জ্বলছে আগুন
নরখাদক হায়নাদের অবাধ ঘোরাঘুরি;
আর্তনাদক্লিষ্ট শিশুর যন্ত্রণা
ওদের কানে পৌঁছায় না—
সভ্যতা আজ সেজে উঠেছে রণভূমিতে।
একদিকে বাঁচার করুণ চিৎকার,
আর অন্যদিকে নরপিশাচদের
লালসার লকলকে জিভ,
এ কোন সমাজ দেখছি আমরা?

হে ঈশ্বর,
তুমি তো সর্বশক্তিমান!
ধংস করো ঐসব হায়নাদের
যারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে উলঙ্গিনীর দেহ,
রক্তাক্ত শিশুর কলিজায় তৃপ্ত হয় যাদের রসনা—
তাদের শেষ করে দাও।

ওরা যে বাঁচতে চায়, ওদের বাঁচতে দাও,
একটু রেহাই দাও নারীর ভূষণ,
আর তার আত্মজকে...