কোনো এক বসন্তের কোকিল ডাকা ভোরে!
তোর আমার  দেখা হোলো ফুল কুড়োনোর ছলে!
চার চোখের মিলন;নাকিবাঁধলো এমন তোরে!
সময় স্রোতে ভেসে গিয়ে
প্রণয়ডোরে পড়লো বাঁধা
কখন যে সে পথ গেলো বেঁকে
কখন  যে তুই থমকে গেলি
   ছন্দ পতন ঘটলো প্রেমে।
আকাশ  পথের যাত্রী হলি 
আমি  তোকে খুঁজেই চলি  
অমানিশার অন্ধকারে 
কিংবা নদীর  পাড়ে ;সূর্যযখন যাচ্ছে পাটে!
অনন্ত এই অপেক্ষা  শেষ হবে বুঝি 
তারার দেশের ডাক পেলে?