রঙিনে রঙিনে সেজেছে প্রকৃতি এসেছে ঋতুরাজ।
প্রকৃতির রঙিন উন্মোচনে মোদের ভিশন লাজ।
ফুল ফাগুনে জেগেছে মরশুম বনে লেগেছে দোল।
পলাশ শিমুল সেজেছে রাঙা বসন্তের আগমন।
দোয়েল শ্যামা বলছে কথা কোকিলের কুহুতান।
আকাশে লেগেছে আবিরের ছোঁয়া বাতাসে প্রেমের গান।