'জীবন মানে যন্ত্রনা',
বলতে অনেক কে শুনি!
জ্ঞানীও আজ টাকা পেলে,
হয়ে যেতে পারে খুনি।

জ্ঞান ভান্ডার পূর্ণ থাকলেও,
লক্ষীর ভাঁড়ার শূন্য যদি হয়!
 ব্যর্থ ব্যক্তির তকমা নিয়ে,
 বহু জ্বালা যন্ত্রনা সে সয়।

জ্ঞান অর্জন  করতে হলে,
জীবনে কঠোর সাধনা চাই।
কঠিন পথ বেছে নিতে,
কয়জন আর চায় ভাই।
 
তাইতো এখন, মূর্খ ধনী 
চারিদিকে দেখতে পাবে।
জ্ঞানের ঝুলি খালি, তবুও
মূর্খরাই ক্ষীর খাবে।