।। স্ব-রচিত কবিতা ।।
সৈয়দ আনোয়ার
পাপুড়ি, বীরভূম ।
।। ছোট্ট প্রশ্ন ।।
তোমার
শক্তি আছে
অস্ত্র ছুঁড়ে
দেশ ধ্বংস করার।
তোমার
আছে সাহস
সাতটি রঙের
রামধনু-কে গড়ার ?
তুমি
চতুর হাতে
জিঘাংসা-তে
জ্বালতে জানো আগুন।
বলো --
হাত বাড়িয়ে
দেবে সাজিয়ে
ভালোবাসার ফাগুন?
তুমি
গায়ের জোরে
নিকেশ করো
হাজার মুখের হাসি ।
আর --
সাহস আছে ?
ধরবে হাতে
গো- রাখালের বাঁশি?
।। সমাপ্ত।।
0 Comments