মুখশ্রী 
লাবণ্যে দীপ্ত। 
চাহনি 
স-প্রতিভ- তৃপ্ত। 
দুপাশে 
চুলে নামে সন্ধ্যে।
প্রতিভা 
ফোটে চেনা ছন্দে।
মুখে -যে 
দোল খায় হাসিটি।
গলায় 
সুর সাধে বাঁশিটি।।
    ।। সমাপ্ত।।