।। নজরুলকে শ্রদ্ধা ।।

ঝাঁক -ঝাঁক কাঁটা ছিলো।
তবু
ডালে ছিলো এক ফোটা ফুল।
সে -ফুলটি তুমি , নজরুল!

ভোর হতো যার গানে,
চ'লে গেছে 
কোন বনে সেই বুলবুল।
সে -যে তুমি !
প্রণাম নিও গো নজরুল!
        ।। সমাপ্ত।।