কলমে-টাইফুন।

 ধর্মের সঙ্গা হলো ধর্ম নিজেই করো প্রেম প্রত্যেক জীবেই |

 তোমার দ্বারা যতোটা উপকার করা যায় এই মানব সমাজে তবেই | 

ঠিক ততটাই পরবে তুমি পুন্যের পালক শোভিত হবে তোমার তাজে | 

দিনে পাঁচবার নমাজ বা সমস্ত দিন দেবালয়ে আবদ্ধ রাখে |

 দীন দরিদ্র অতশীপর বৃদ্ধ বৃদ্ধার কাতর প্রার্থনায় বলে সময় নেই যাবো গয়া/হজে | অ

পর দিকে রাজনীতির সঙ্গা ও আজ হয়েছে পরিবর্তন |

 রাজার নীতি হয় রাজনীতি প্রজার কুশলে রাজার কুশল করতাম নীরক্ষন ৷ 

গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ শত্রু কে করতে শেষ দেশ ও প্রজার স্বার্থে | 

একটু যদি করতে হয় চাতুরী সেই টি হয়না কোনো দোষ প্রজার মঙ্গলার্থে | 

 তবে এখন কোন মঙ্গলার্থে হয় করা বিনা দেশের উপকারে বিভিন্ন সুবিধা প্রদান | 

জনগনের অর্থ কেনো অকাতরে বিলি বন্টন | 

যখন অভুক্ত জনগন পুত্র কন্যা পরিবার নিয়ে খোলা আকাশের নীচে করে অনশন | 

কোষাগার শুন্য বলে বার বার পদদলিত করা হয় তাদের করুন অাবেদন |

 অপর দিকে ঋৃনের বোঝা মাথায় নিয়ে নিজেদের ভাতা বাড়ে কুড়ি গুন | 

তখন কি থাকে না খেয়াল তোমার সংসারের হাল পান্তা আনতে ফুরায় নুন ? বুঝিনা এই কেমন ধর্ম না রাজনীতি |

 রাজারা থাকে প্রমোদ বিহারে প্রজারা করে বাস ফুটপাতে ইহাই পরিনতি |