জীবনের এ মহা সমুদ্রে
আমি এক তরী
আমার স্বপ্নে আজও আসে
রূপকথার সেই পরী |
আমার নিশ্বাস আমার স্পন্দন
প্রথম প্রেমের গোলাপ
কদম গাছের নিঝুম প্রান্তে
একটু আধটু বিলাপ |
ফেলে আসা স্মৃতি গুলো
মিছে নয় আজ
জীবনের এক অদৃশ্য খাতায়
করে শুধু বিরাজ |
এখন দেখি নতুন জামানা
অনেক বেশি স্বাধীন
প্রেম এখানে বড়োই সস্তা
বাড়েনা প্রেমর ঋণ |
আমাদের কালে প্রেম ছিলো
অমৃত রসের সুধা
রাতের স্বপ্নে হোতাম মোরা
কৃষ্ণ কলির রাধা |
0 Comments