ইমাম হুসাইন (আঃ) ও তার কাফিলা ইরাকের কারবালার দিকে হচ্ছে, এভাবে জিলহজ্জ মাস এর শেষ রাত অতিবাহিত হওয়ার পর কাফিলা এসে পৌছালো ইরাকের কাদিসিয়া নামক স্থানে, এই স্থানে কাফিলা এসে গেল - ইমাম হুসাইন (আঃ) এর ঘোড়ার পাশে পুত্র আলী আকবরের ঘোড়া আসলো, ।
আলী আকবর(আঃ) বললেন, "হে বাবা! আকাশে চাঁদ দেখা যাচ্ছে!"
ইমাম হুসাইন (আঃ) নিজের মাথার পাগড়ী খুলে ফেললেন, ঘোড়া থেকে নামলেন - জমিন থেকে একটি মুঠো বালু নিয়ে নাকে শুকলেন আর বললেন, "না, এটা আমাদের স্থান নয় । "
অতঃপর পুত্র আলী আকবর(আঃ) ঘোড়া আগিয়ে দিতে লাগলেন কিন্তু ইমাম হুসাইন (আঃ) ঘোড়ায় উঠলেন না বরং নিজের জুতা খুলে ফেললেন, বললেন, "আমি আগামী রাস্তা নিজের পায়ে হেটে যাব! "
তিনি ১লা মুহাররামের রাত থেকে ২য় মুহাররাম কারবালায় পৌছিয়ে ছিলেন খালি পায়ে হেটে
ইমাম(আঃ) ঘোড়া ধরে পায়ে হেটে আগে বাড়তে লাগলেন, এই দৃশ্য দেখলে আলী আকবর (আঃ)ও হেটে যাচ্ছেন, বাপ-ছেলে দুজন কে জমিনে হাটতে দেখে পিছন থেকে আলামদার আব্বাস(আঃ) সহ সকলেই হেটে যাচ্ছেন, ঘোড়া থেকে নেমে গিয়েছেন ইমাম হাসান(আঃ)এর পুত্র কাসিম(আঃ), বিবি যাইনাব(আঃ) এর পুত্রদ্বয় আউন(আঃ) ও মুহাম্মাদ (আঃ)সকলেই ঘোড়া থেকে নেমে গেলেন, খালি পায়ে হাটা শুরু করলেন ।
বিবি যাইনাব(আঃ) দেখলেন, তার উটের পা খুব আস্তে আস্তে এগুচ্ছে তখন বিবি ফিজ্জা(আঃ) কে জিজ্ঞেস করলেন, "কি হল! উটের গতি কমে গেল কেন হঠাৎ? "
তিনি বললেন, "শাহজাদি, আমিও জানি না, তবে সামনের ঘোড়া গুলো খালি দেখা যাচ্ছে! "
বিবি যাইনাব (আঃ)জিজ্ঞেস করলেন "কাউকে ডাকুন, জিজ্ঞেস করুন কি হয়েছে!"
হযরত আব্বাস (আঃ) আসলেন, তিনি বললেন, "শাহজাদি, আমিও জানি না কি হল তবে আকা হুসাইন ঘোড়া থেকে নেমে পাগড়ী খুলে খালি পায়ে হাটছেন!"
একথা শুনে বিবি যায়নাব (আঃ)বললেন," হায়! আমার ভাইয়ের পায়ে কাটা বিধলে আমি সহ্য করতে পারব না! তাকে ডাকুন আমার কাছে, আমি কথা বলতে চাই! "
হুসাইন(আঃ) এর নিকট বর্তী হয়ে জিজ্ঞেস করলেন, "মাওলা, আমিও কি নেমে যাব!"
ইমাম হুসাইন(আঃ) দুইহাত জোড় করে বললেন, " আমি হাটতে দিন, আপনাকে তো আগামী তে অনেক বেশি হাটতে হবে ! "
বিবি যাইনাব (আঃ)বললেন "আপনি হেটে যাবেন আর আমি উটে চড়ে যাব, এটা হতে পারেনা, হয় আপনি ঘোড়া তে উঠুন নাহয় আমি নামবো"
ইমাম হুসাইন(আঃ) রাজি হলেন না, বিবি যাইনাব জিজ্ঞেস করলেন, "কি কারন এই পায়ে হাটা!?"
ইমাম (আঃ)বললেন, আকাশে চাঁদ উঠেছে বিবি যাইনাব বললেন, "এটা মুহাররামের চাঁদ! এই চাঁদ দেখে প্রতিবছর আমার বাবা আলী কাদতেন,
এই চাঁদ দেখে মা ফাতিমা কাদতেন, এই চাঁদে এমন কি আছে যে কান্নায় ঘরের লোকেরা ভেঙে পড়তেন?"
ইমাম (আঃ)বললেন, "কিভাবে বলবো! যাইনাব!"
বিবি যাইনাব(আঃ) কান্না করতে করতে বললেন, "এই চাঁদ আকাশে যখনি দেখা গেলো, তখন থেকেই আমার মাথার থেকে চাদর টি বার বার নিচে নেমে যাচ্ছে!"
ইমাম(আঃ) বললেন,
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন - আল্লাহ সহায় হোক"
লানাত হোক আলে মুহাম্মাদের উপর অত্যাচারী দের উপর
0 Comments