বিভাগ-কবিতা।
কলমে-টাইফুন |
ঘন কুয়াশায় সমাচ্ছন্ন যেনো তমসা ঘন নিশা |
চেলা পথ হয় ভুল হারায় সঠিক দিশা |
অকৃত্রিমতার এই প্রকৃতি এই কৃত্রিমতার যুগে |
দেখিয়ে দেয় তার উপস্থিতি এই ধরা লোকে |
অবাধ্য মনুষ্যকূল ভাবেনা সেটা নিয়ে কিছু |
ভুলেই যায় আমিই সব ফলাতে চায় আম গাছে লিচু |
সেই প্রকৃতি মাতা কখোনো কখোনো এত করে উদ্ গিরন তরল অনল |
সুনামীর দেয় ছোবল ভাঙে সব আগল |
অতিবৃষ্টি অনাবৃষ্টি ও সাইক্লোন ঘুর্নিঝর |
ছুঁড়ে দেয় সব কিছু আমাদের মুখের উপর |
কিন্তু বাস্তবে হয় তার বিপরীত ছবি প্রতিফলিত |
প্রকৃতি মাতা হাজার মুখে করছে শোষন যা দৃশ্যত |
প্রতিকারী পদক্ষেপ নিবে তুমি ধেয়ে আসবে অজশ্র কালো হাত |
করতে চাইবে কণ্ঠরোধ যেনো আর না দিতে হয় ভাত ৷
শ্রী কৃষ্ণের মতো এসে বলবে অমি যা করি তা তোমরা করবে না |
কিন্তু আমি যা বলি অক্ষরে অক্ষরে পালন করবে তা |
শ্রী কৃষ্ণ যতো শট ও করেছে চাতুরী ন্যায় ও সত্যের কল্যানে |
এখনকার শ্রী কৃষ্ণ করে শট ও চাতুরী নিমিত্ত নিজের ভক্ষনে |
মহাভারতে শ্রী কৃষ্ণ ভক্তের নিমিত্তে নিবেদিত প্রাণ |
এখনকার শ্রীকৃষ্ণরা শুধু করে শোষন গোপিনীদের মান |
তাই আজ সকল ভক্তের ওষ্ঠাগত প্রাণ ।
মন প্রাণে আজ তোমাকে করে আহ্বান |
যখনি তোমার সৃষ্টি হয়েছে বিপন্ন |
অর্বিভাব হয়ে প্রভু ভক্তদের করেছো ধন্য ।
সংহার করো তুমি দিয়ে তোমার সুদর্শন |
মরে আবার বাঁচুক তোমার প্রিয় ভক্ত গন |
0 Comments