আই বি এন বাংলা।
-
---আমরা সবাই জানি মানুষ হল সব থেকে উন্নত জীব।
সৃষ্টিকর্তা এই জীব কে যে জ্ঞান/বুদ্ধি দিয়েছেন,সেটা অন্য কোন জীবের নেই।
আর এই জ্ঞানের উপর ভর করে বিজ্ঞানের চমকের সাহায্যে বর্তমানে উন্নত জীবন যাপন করছে,অর্থাৎ মানুষের জীবন যাপনের মানের উন্নয়ন হয়েছে।
কিন্তু একবার ভাবুনতো তাঁদের মানবিকতার উন্নয়ন হচ্ছে না হারাচ্ছে?
এখন জানার ইচ্ছে হচ্ছে মানবিকতা জিনিষটাই বা কি?
মানবিকতা শব্দটি এমন এক শব্দ যার সঠিক অর্থ করা আমার পক্ষ্যে সম্ভব নয়।
তবুও চেস্টা করছি,মানুষ তার যে গুনের সাহায্যে ন্যায় কে গ্রহন করে অন্যায়কে বর্জন করে,আরও সহজ করে বললে মানুষের যে গুন অসহায় ,দরিদ্র ,পীড়িত মানুষের হক/অধিকার ফিরিয়ে দেয়।
কিন্তু আজ সেই ধরণের মানুষের গুন বা মানবিকতা কোথায়?বর্তমানে এই স্বাধীন দেশের মানুষ অসহায়,পীড়িত, জর্জরিত বিভিন্ন ভাবে ,এর জন্য দায়ী শুধুমাত্র এক শ্রেণীর লোভী ,অসৎ বাহুবলি লোকেরাই।
যেটা স্বাধীন দেশে মোটেও কাম্য নয়,এই জন্যই কি স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন?না মোটেও না।
যদিও বা কিছু এমন উদার মনের মানুষ রয়েছেন তাঁরা যদি ঐ অসহায়,নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেন,তাঁদেরকেও পিছু হাঁটতে হচ্ছে ঐ সমস্ত অসৎ চরিত্রের বাহুবলি লোকেদের জন্য।
সুতরাং বলতেই পারি কিছু মানুষের মানবিকতা একদম নেই,আর তাদের চাপেই বাকি মানুষ তাঁদের মানবিকতা প্রকাশ করার ইচ্ছা থাকলেও পারছেন না।
0 Comments