প্রণব চৌধুরী।

   এ কেমন আজ বটবৃক্ষ তুমি তরুসমাজে l 

বৃক্ষ সমাজে রাজা তুমি তোমার কি এইরূপ কাজ সাজে ? | 

শীতল ছায়া করো প্রদান দাও অক্সিজেন | 

পিপাসু,ক্ষুদার্থ এবং ক্লান্ত প্রাণীকুল আসে তোমার তলে মিটাতে নিজের প্রয়োজন | 

কিন্তু এ কেমন ব্যবহার তোমার ছাগল গরুকে দাও অনেক উপহার | 

মনুষ্য জাতী আজ প্রখর তাপে জর্জরিত পাবেনা তোমার শীতল পরশ কেমন ব্যবহার ? |