গোলাম মোর্তজা,

 আই বি এন বাংলা,,, 

 ----সাধারণ মানুষের কথা আর বলার কেউ নেই,যদি কেউ বলে সে আসলে কোনো না কোনো দলের কথা বলছে।আমাদের সকলের ধারনা ছিল সংবাদ মাধ্যম ই সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার জায়গা।

কিন্তু কই, খুব বড় মিছিল না হলে সংবাদ মাধ্যম সেটা তুলে ধরার প্রয়োজন মনে করে না। 

আগে মনে করা হত এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এখন তা ভুল প্রমাণিত হচ্ছে বেশিরভাগ সংবাদ মাধ্যমের ক্ষেত্রে।

 জনগণের চাওয়া,পাওয়া,দুঃখ,কষ্ট শোনার আর কেউ নেই।

বর্তমানে এদের বেশির ভাগই হয় বিনোদন তা না হলে রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে।এরা ব্যাবসা ছাড়া কিছুই বোঝে না,এরা দৌড়ায় টিআরপি এর দিকে।





এরা সরকারের অনুসারী হয়ে কাজ করে সমস্ত সুবিধা নিতে চাই,তাই সাধারণ মানুষের কথা এদের বেশির ভাগই ভুলে যায়।

 সাধারণ মানুষ আবার সংবাদ মাধ্যমকে পূর্বের মতই লড়াকু মিডিয়া হিসাবে দেখতে চাই।তাই সাধারণ মানুষের লাখ টাকার প্রশ্ন এরা কী নিরপেক্ষ হবে না?