*
আই বি এন বাংলা,,
*স্বাধীনতার বহু বছর অতিক্রান্ত ! সমাজব্যবস্থা যথেষ্ঠ উন্নত হয়েছে ঠিকই কিন্তু সেই তুলনায়* *শিক্ষাব্যবস্থার উন্নতি কতটা হয়েছে ? বলাবাহুল্য সরকারি শিক্ষাব্যবস্থা ? আমার মনে হয় যত দিন যাচ্ছে , শিক্ষালয়গুলো তত রাজনীতির আঁতুড় ঘরে পরিণত হচ্ছে৷ । শিক্ষক মহাশয়রা দিনকে দিন আধুনিক থেকে আধুনিকতর হচ্ছি -এটা ভালো জিনিস , কিন্তু শিক্ষাব্যবস্থাটা সে তুলনায় পিছিয়ে যাচ্ছে । কেন* *বললাম একথা ? আসাযাক সেকথায়--*
*এতদিন পর আমদের মনে হয়েছে পাশ ফেল প্রথা আপার-প্রাইমারী পর্যন্ত থাকবে না , মনে হয়েছে বিজ্ঞান একটা বই হিসাবে পড়লেই শিশুরা ভালো শিখবে , তাঁরা ভেবেছেন !* *সত্যিই তাঁরা ভেবেছেন ! এইসব উদ্ভট ভাবনগুলো এতটায় সমাজে প্রভাব ফেলেছে যে সরকারি বিদ্যালয় থেকে সমাজ আজ মুখ ফিরিয়ে নিয়েছে ! তার কারণ শুধুমাত্রই ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতি অভিভাবকদের মোহ ? বোধহয় না !! আমরা শিক্ষক শিক্ষিকারা কি আমাদের দায়িত্বের প্রতি খুব সচেতন ? প্রশ্নচিন্হ থেকেই যায় !*
*আজ সরকারি বিদ্যালয়গুলোর এমনই অবস্থা যে অনেক ক্ষেত্রেই শিক্ষক সার্প্লস !! কেন এমন হলো ?এটাও কোনো* *রাজনৈতিক কারণ বশত ?*
*প্রশ্নচিহ্ন এখনেও !!*
*আধুনিকতায় আমরা শিক্ষক-শিক্ষিকারা অনেক অনেক এগিয়েছি তাতে কোনো সন্দেহ নেই ।* *আমাদের প্রায় প্রত্যেকেরই হাতে স্মার্ট ফোন ! এই ফোনে আমরা আজ ভীষণ ব্যস্ত ! এতটায় ব্যস্ত যে বিদ্যালয়ের মধ্যে আমাদের কোন কাজটাতে মগ্ন থাকা উচিত সেটা প্রায়ই ভুলতে বসেছি । বলা ভালো ওই জায়গাটা দখল করেছে স্মার্ট ফোন ।*
*অদ্ভুতভাবে আধুনিকতাতে শিক্ষা গেছে পিছিয়ে অথচ যাঁরা শেখাবেন তাঁরা হয়ে গেছেন অত্যন্ত "স্মার্ট " ।* *ভাববার সময় আসেনি কি ?*
*প্রশ্নচিহ্ন থেকেই যায় !!*
✍✍✍✍✍✍✍✍
0 Comments