গোলাম মোর্তজা,

এই বি এন বাংলা -----

আমার মনে হয়'এন আর সি' নামক শব্দটা আট থেকে আশি সকলেই জানেন। কেননা কয়েক দিন ধরে এই শব্দটাই কালবৈশাখীর মত অসম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গে আঁচড়ে পড়ছে,যার জেরে সকল বাঙালি খুবই চিন্তিত।

আমি কয়েক জনের মুখে শুনেই ফেললাম,এ যা হচ্ছে বাবু কাগজ পত্র সব ঠিকঠাক রাখতেই হবে নইলে দেশ ছাড়তে হবে'।

আর সাধারণ মানুষ যখন সংবাদ মাধ্যমে দেখছেন,বিভিন্ন নথি পত্র সঠিক থাকা সত্তেও রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ এঁর বংশধর,বি এস এফ জওয়ান,সমাজ সেবক ডাক্তার বাবু ও আরো অনেক বিশিষ্ট ব্যাক্তির নাম 'এন আর সি'থেকে মুক্ত করা হয়েছে এতেই এই ঝড়ের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে মানুষের হৃদয়ে।




এখন সব জায়গায় আলোচনার বিষয় বস্তু 'এন আর সি', অসমের করুন পরিস্থিতি দেখে বাঙালিরা আতঙ্কে রয়েছেন ঠিক যেমন অতীতে মহামারী রোগে গোটা গ্রামের মানুষ আতঙ্কে থাকতো।

বর্তমানে ভারতের অর্থনৈতিক ব্যাবস্থা তলানিতে ঠেঁকেছে সেদিকে কারোর খেয়াল নেই,এর কারণ হিসেবে সকলে বলছেন 'এন আর সি'এর আধিপত্য।

এখন সকলেই মরিয়া হয়ে এই আতঙ্ক থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছেন।