প্রণব চৌধুরী |
শিক্ষক দিবস করি উৎযাপন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের স্মরণে |
মানুষ গড়ার কারিগড়রা আজ করে ভিক্ষা খালা হাতে থান কাপড় পড়নে |
একি লজ্জা নয় দেশ ও জাতীর কাছে |
শিক্ষকরা আজ রাস্তায় দেয় ধর্ণা ছাত্ররা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে দশতলায় আছে |
পুস্তক আজ ধূলায় গড়ায় জুতো/
সুরা কাচের ঘরে |
আজকের এই শিক্ষক দিবস লজ্জা না গৌরব কে বলতে পারে |
0 Comments