আই বি এন বাংলা।
--
--উপরের লেখাটা দেখেই আপনাদের মনে প্রশ্ন জেগেছে 'রাজনীতি 'কী একটি রোগের নাম হয়?
আপনাদের তো দূরের কথা আমি যখন হেডিংটা লিখছিলাম নিজের মনকে যখন জিজ্ঞাসা করলাম রোগের নাম 'রাজনীতি 'কেন?
তখনই মনে পড়ে গেলো একটা বাস্তব ঘটনা,একটি দোকানের দেওয়ালে লেখা আছে'এখানে রাজনীতির কোনো আলোচনা করবেন না'।
বলুন তো দোকানটা কিসের?হুম ঠিকই ভাবছেন চায়ের দোকান, ওখানকার লোকেদের মুখে শোনা গেল কিছুদিন আগে ওখানে রাজনীতি নিয়ে গল্প হতে হতে শুরু হয় ভাষার বিকৃতি তারপর হাতাহাতি।
তাই দোকানদার এই পোস্টার দিয়েছেন,আচ্ছা শুধুই কি চায়ের দোকানে এই রোগ?নানা আপনিই বলুন তো কোন জাগায় আলোচনা হয় না? ট্রামে, ট্রেনে, বাসে,খেলার মাঠে ইত্যাদি সব জাগতেই একই আলোচনা কে দল পরিবর্তন করলো? কে কাটমানি খেলো? কে কত কালো টাকা উদ্ধার করলো?ইত্যাদি..... ইত্যাদি।
বর্তমান সমাজে যা কিছু উদ্বোধন হচ্ছে সবেতেই অতিথি হিসাবে আমন্ত্রণ পাচ্ছেন রাজনৈতিক নেতা /নেত্রী বৃন্দ।এই শব্দটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে, বিবাহ থেকে জন্মদিন সবেতেই নেতা/নেত্রী না আসলে শোভা পায় না।
এমনকি ধর্মীয় অনুষ্ঠান(দুর্গাপূজা/খুশির ঈদ)-এ রাজনৈতিক ব্যক্তিত্ব আমন্ত্রিত।
আমি রাজনীতির বিরোধী নয়,সমাজে তো আরও জ্ঞানীগুণী মহৎ লোক (চিকিৎসক, সৈনিক,শিক্ষক ,উকিল ইত্যাদি)রয়েছেন তাঁদেরকেও আমন্ত্রণ জানানো হোক।
কারণ এঁদের থেকে আমাদের নতুন প্রজন্ম জীবনে বড়ো হবার কাহিনী শুনবে এবং উৎসাহ পাবে।একটা দুঃখের বিষয়,রাজনৈতিক পতাকা বাচ্ছাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটা মোটেও কাম্য নয়।
সুতরাং আমরা আজ এই রাজনীতি নামক রোগে আক্রান্ত ,আমাদেরকে এর থেকে আরোগ্য লাভ করতেই হবে।
0 Comments