এই বি এন বাংলা
--
-আপনাদের প্রথমেই বলে রাখি ইসলামের মূল ভিত্তি দুটি,১) হুকুক উল্লাহ অর্থাৎ উপাসনা করা এক মাত্র 'আল্লাহ রব্বুল আল-আমিনের,' ২)হুকুক উল ইবাদ অর্থাৎ মানুষের হক আদায়/মানুষের সেবা করা যেটাকে আমরা সমাজের সেবা বলে থাকি।
আপনাদের অনেকের কাছে নতুন শব্দ দেখে প্রশ্ন জগছে 'মোজাদ্দেদে জামান' এর অর্থ? 'যুগ সংস্কারক' অর্থাৎ উনি ওনার সময়ে ঊনবিংশ -বিংশ শতাব্দীতে সমাজের বিভিন্ন কুসংস্কার গুলোকে বন্ধ করেছিলেন।
অনেকের ভাবনা যে তিনি নাকি শুধুই ধর্মীয় গুরু ছিলেন,না কখনও না তিনি মানুষের স্বার্থে সারা জীবন কাজ করেছেন।
তিনি সমাজের সেবা করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে একাধিক অরাজনৈতিক সংগঠন করেছিলেন, জমিয়তে উলামা,আঞ্জুমান এ ওয়াজিন,আঞ্জুমান এ জমিয়তে উলামায়ে বাংলা,জমিয়তে উলামায়ে বাংলা ইত্যাদী।
তি
নি কোনো ধর্ম, বর্ণ,জাত দেখতেন না তিনি দেখতেন মানুষ, সকলকেই বিভিন্ন ভাবে সহযোগীতা করে ছিলেন।ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন,বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাগুলোকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন।
তিনি পশ্চিমবঙ্গ ,বাংলাদেশ, অসমে বহু মাদ্রাসা,মক্তব,শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলেন এখনো ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো তেনার বংশধররা সুনামের সহিত পরিচালনা করছেন।ওনাকে সকল ধর্মের মানুষ শ্রদ্ধা করতেন এবং ওনার পরামর্শ অনুযায়ী বহু মানুষ চলতেন,এখনও ওনার আদর্শ অনুযায়ী বঙ্গ -অসমের এমনকি বাংলাদেশের বহু মানুষ মেনে চলেন।তেনার শেষ জীবনের অরাজনৈতিক সংগঠন'জমিয়াত এ উলামায়ে বাংলা' আজও সুনামের সহিত মানুষের জন্য কাজ করেচলেছে বিভিন্ন ভাবে,কখনও বন্যায় ত্রাণ বিলি,রক্তদান শিবির,বস্ত্রদান, সচেতনতা মিছিল ইত্যাদি।তিনি সর্বদা মানুষ কি করে শান্তিতে থাকবে সেইনিয়ে ব্যাস্ত থাকতেন।
তিনি তেনার ভক্ত দের বলতেন যতদিন পৃথিবীতে থাকবে মানুষের জন্য কাজ করে যাবে।
0 Comments