কলমে-টাইফুন ৷ 
 সেইদিন তোমরা আসবে তো ?
 যেদিন ফুল গুলি পূর্ণ ভাবে হবে বিকশিত | 
তাদের সৌরভে মোহিত হবে ভুবন, প্রজাপতি রঙ্গিন ডানা মেলে পৃথিবী কে করবে আহ্বান | 
যেদিন প্রাণের চঞ্চলতা জাগাবে শিহরণ শিরা ও ধমনীতে | 
সেইদিন তোমরা আসবে তো ?
 দিলেই না হয় সাত কুৎঝটিকা পূর্ণ দূর্যোগ আচ্ছন্ন তসমাঘন বন্ধুর পথে |
 বিয়োগের নামতা দিয়েই না হয় হবে শুরু যোগের নামতার পাশে | 
সেইদিন তোমরা আসবে তো ?
বৃক্ষরাজি স্থবির কিন্তু পরম বান্ধব | 
নিজের প্রান করে বিসর্জন তবুও যোগান দেয় প্রাণবায়ু | 
উপরন্তু ফল, ফুল করে প্রদান বাঁচার জাগায় প্রেরণা | 
জলন্ত,ক্ষদার্থ পৃথিবীকে বলে ভয় নেই এগিয়ে যাও আমি শীতল ছায়া করব প্রদান |
 সেইদিন তোমরা আসবে তো ?
শত শত চিতা জ্বলছে ভিতরে বাইরে |
 বাদল বলে আমি আছি |
আমি ফেটে পড়ব ধরনীর বুকে | 
তোমাদের অবৈধ বাঁধকে করব নিচিহ্ন প্লাবিত হবে মেদিনী |
সেইদিন তোমরা আসবে তো ?
পবন ধেয়ে এসে বলবে তোমায় দেখি তোমার লৌহ বাসর কতোটা শক্তি ধরে |. 
সূর্য্য সেইদিন হবে উদিত অনেক অনেক আগে |
মা মনসা ফোঁস করার সময় থাকবে না হাতে |
সেইদিন তোমরা আসবে তো ?
 


0 Comments