মহঃ নুর হোসেন জমাদার 

দাড়াও বন্ধু বলছি তোমার 
পথের এই প্রান্তে 

ভিক্ষুক নই আমি তবুও 
ভিক্ষা করি অজান্তে 

পথে ঘাটে মস্ত বাড়ি 
মস্ত তালা গেটে 

শত ভিক্ষুক দাড়িয়ে দেখে 
হাত বুলিয়ে পেটে 

পাতে জোটেনা মাছ মাংস 
মাসের পর মাস 

আমরা নাকি একই জাতি 
এক সাথে বাস 

আমার যুদ্ধ আরো কঠিন 
এ জীবনের মাঝে 

তুমি ভাবো বুলেট ট্রেন 
ভারত মাতার সাজে 

তোমার স্বপ্ন তোমার জীবন 
ঠান্ডা ছাদের নীচে 

সকাল বিকালের ক্যানিং লোকালে 
আমার জীবন মিছে |