হে বিধাতা তোমার সংসারে
বাজে প্রাণের বীনা তের মহা ঝংকারে তব
বাড়ে বিশ্বের দেনা
আজও ঘুমিয়ে তোমার সৃষ্টি
তোমার শ্রেষ্ঠ জীব
কুম্ভকর্ণের মত ঘুমের গৃহে
জ্বলেনা আজও প্রদীপ
বেদনার্থ হৃদয়ের কাতর ক্রন্দন
জটিল জীবনের মানে
তুমি আমি বুঝিনা এসব
কত জ্বালা প্রাণে |
0 Comments