সিফাত জমাদার,





  সুখের বন্ধু অনেক দুখের বন্ধু কই? 

 বিপদের সময় পরিচয় পাই আসল-নকল সই।

 বাইরে সুন্দর ভিতরে কুৎসিত বন্ধু চেনা দায়।

 মুচকি হাসি বিষের বাঁশি কষ্ট দেখতে চায়। 

 বন্ধু সেজে করোনা খতি দিওনা মনে ব্যাথা।
 মরিচিকা হয়ে দিওনা ধোকা করোনা আমায় বোকা। 

 ধোকা দিয়ে কেউ হয়না সুখী মন বলে তা আমার।
 পরিশেষে বুঝেছি আমি ফেসেঁছি মিথ্যে ছলনায়। 

 মৃত্যু এখন প্রতিখনে দিচ্ছে আমায় ব্যাথা। 

 তবু তুমি সুখী হও বন্ধু এই বাসনায় মনে গাঁথা।