আই বি এন বাংলা
-----
--কোনো মুসলিম চাইনা তার মা,বোন, মেয়েদের বিবাহ বিচ্ছেদ হোক,তাই তারাও মন থেকে তাৎক্ষণিক তিন তালাক কে ঘৃণা করে।
তাইতো 'মুসলিম পার্সোনাল ল বোর্ড' এই বিষয় সম্পর্কে সচেতন করার জন্য দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল,বিভিন্ন কাউন্সিলিং সেন্টার,শরিয়াহ পঞ্চায়েত খোলা,বিবাহের পূর্বে যুবক যুবতীদের সচেতন ইত্যাদি।
তাহলে আপনি বলবেন তাহলে মুসলিমরা এই বিলের বিপক্ষে কেন?
দেখুন ব্যাপারটা একটু উদারতার সাথে বুঝতে হবে,আপনার কাছে ফোন আছে ওটা দিয়ে আপনি খারাপ ও ভালো দুই করতে পারেন এবার কেউ যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে আপনি ফোনটাকে খারাপ ভেবে সবার কাছ থেকে কেড়ে নেবেন?আশাকরি না,ঠিক তদ্রূপ ইসলাম শরিয়াহর এই নিয়মটার কেউ অপব্যাবহার করলে পুরো তালাক প্রক্রিয়াকে বাতিল করা অযৌক্তিক।
মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে তাৎক্ষণিক তিন তালাক দিলে তালাক হবেনা তাহলে এই বিলে সাজা কিসের? আবার দেখুন বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে হিন্দু স্বামীর এক বছর জেল,আর মুসলিমের ক্ষেত্রে তিন বছর? এটা কী ধারা ১৪,১৫ এর বৈষম্য নয়?আবার কেরলে সবরিমালা মন্দিরে হিন্দু মহিলাদের প্রবেশ নিষিদ্ধ কেন?উত্তরে জানাচ্ছেন এটা আমাদের আস্থা,বিশ্বাস।ও এখানে সংবিধানের প্রস্তাবনার কথা মনে পড়ে গেলো,সুপ্রিম কোর্টের আদেশ মহিলাদের প্রবেশ করার কথা থাকলেও।
আর মুসলিমদের আস্থা বিশ্বাস ওটা কি হবে? এখানে কি প্রস্তাবনার বৈষম্য করা হচ্ছে না?আচ্ছা মুসলিম মুসলিম মহিলাদের উপকার করতেই চাইছেন জাকিয়া জাফরির ইনসাফ কই?
আখলাক,পেহলু,তাবরেজ এদের স্ত্রী ও পরিবারের কান্না কে থামাবে?কুড়ি লক্ষের ও বেশি হিন্দু মহিলা ডিভোর্সি তাদের ইনসাফ?উন্নাও কাণ্ডের ইনসাফ?ট্রাইবাল এরিয়ার হিন্দু ম্যারেজ আইন এর কি পরিবর্তন দরকার নেই?তাহলে এটা কি মুসলিমদের ধর্মের উপরে আঘাত নয়?
আচ্ছা মুসলিম পুরুষের তিন বছর জেল হলো,ততদিন তার স্ত্রীর সংসার কে চালাবে সরকার? এই বিলে তার কোনো উল্লেখ নেই।তাহলে আপনারাই বলুন এটা মহিলাদের সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যা আরও বাড়াবে।
বিভিন্ন বিশেষজ্ঞদের মতে এটার দ্বারা ধর্মীয় মেরুকরণ এর চেষ্টা,রাজনৈতিক ফায়দা নেয়ার ধান্দা,দেশের অর্থনৈতিক দুরাবস্থা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত।আদেও এই আইনে মুসলিম মহিলারা উপকৃত হবেন কিনা কারোর জানা নেই।
তাই সরকারের কাছে আমরা সাধারণ মানুষ আবেদন করছি কারোর বিশ্বাসে আঘাত না করে দেশের উন্নতির দিকে নজর দেওয়া হোক।আশা করি মানবিক সরকার আরও মানবিক হবে।
0 Comments