আই বি এন বাংলা
---------
আপনাদেরকে অনুরোধ করবো পৃথিবীর দিকে করুনার দৃষ্টিতে তাকান,
অর্ধেকেরও বেশি মানুষ অসহায় ,দরিদ্র, নিপীড়িত,নির্যাতিত।আপনি এবার বলবেন এমন টা হবার কারণ কী?
কখনও ক্ষমতার দখল, কখনও সম্পত্তির দখল,আবার কখনও জাত-পাতের মতো ইস্যুতে নাজেহাল এই মানুষগুলো।
এর ফলে তাদের বেশির ভাগেরই ঠাঁই হয়েছে কোথায় আপনি জানেন?শরণার্থী শিবিরে,হ্যাঁ এইরূপ মানবতার কঙ্কাল চিত্র দেখে পৃথিবী আজ হতবাক।
আমরা সকলেই একটা প্রবাদ বাক্য জানি,'গাছ তোমার নাম কী? ফল ই হলো আমার পরিচয়' ঠিক তেমনই ব্যাবহার দেখেই মানুষ চেনা যায়।
প্রতিটা ধর্মই বলে মানুষকে ভালো বাসার কথা,মানব সেবার থেকে বড় কাজ হতে পারে কী?না ,মানুষের সেবার মাধ্যমেই সৃষ্টি কর্তা কে সন্তুষ্ট করা যায় ।
আপনি যদি খেয়াল করেন বিভিন্ন যুগে বিভিন্ন মহৎ ব্যাক্তিদের জীবনী ,তাঁরও মানুষের সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন।
ঠিক তেমনই একজন মহৎ ব্যাক্তি হলেন ইসলাম ধর্মের প্রচারক হজরত মোহাম্মদ(সা. আ.),তিনি সর্বদা মানুষের জন্য কাজ করেছেন তাইতো মাইকেল এইচ হার্ট তার লেখা ' দি হান্ড্রেডস' বইটিতে ওনার নাম এক নম্বরে রেখেছেন।
ইসলাম ধর্ম বলছে কোনো ইসলামের অনুসারীর দ্বারা ওপর যেকোনো ধর্মের ব্যাক্তি বা নাস্তিক যদি কষ্ট পায় তাহলে ঐ ব্যক্তি মুসলমান ই নয়,আমার জন্য পেট ভরে খাওয়া হারাম যদি আমার পাশের বাড়ির কেউ সে যেকোনো ধর্মেরই হোক না কেন ক্ষুধার্ত থাকে।
ইসলাম ধর্মে জাকাতের ব্যাবস্থা দরিদ্রদের জন্য, যাতে তারাও তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারে।মানুষ হয়ে মানুষের উপকার করা এটাইতো বাঞ্ছনীয়,আপনার সাহায্য পাওয়ার আশায় অসহায়,দরিদ্র,নিপীড়িতরা আপনার দিকে তাকিয়ে আছে।
আপনি কী তাদেরকে নিরাশার অন্ধকারে ঠেলে দিতে পারবেন?না পারবেন না আপনার মানসিকতায় বাধা পাবে।
আসুন না আমরাও ওই মানুষগুলোর পাশে দাঁড়াই, আপনি বলবেন কিভাবে?আপনি যে পেশার সাথে যুক্ত ওই পেশার সেবা বিনা পারিশ্রমিকে তাদের কাছে পৌঁছে দিন ।
আশাকরি আপনারা আমার কথা গুলো বুঝেছেন।
0 Comments