কৃষানু ঘোষ :




- সমকালের জিয়নকাঠি প্রকাশন - এর উদ্যোগে ৬ জানুয়ারি কলকাতা কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটিতে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশ এবং বিশেষ কিছু ব্যাক্তিকে সম্মান প্রদান অনুষ্ঠান।

 যেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত আই.এ.এস. অফিসার শেখ নুরুল হক এছাড়াও সভাপতি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে। 

শুধু তাই নয়, মানপত্র সহ সম্মানিত করা হয় সুন্দর বন বিশেষজ্ঞ সুভাষ চন্দ্র আচার্য্য, শিক্ষক শশাঙ্ক মন্ডল, মৌলানা আজাদ অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মুজিদ সহ বেশ কয়েকজনকে।




 বক্তব্য রাখতে গিয়ে শশাঙ্ক বাবু বলেন বর্তমানের পরিস্থিতি খুব খারাপ।

 কখনো ধর্ম ধর্ম করবেন না। সভাপতি সুরঞ্জন মিদ্দে এ দিন জিয়নকাঠি সম্পর্কে বলেন -"এটি মরা মানুষ কে বাঁচিয়ে তোলে।"

তিনি আরো বলেন, সুন্দর বনে যাদের বাঘে খেয়েছে তাদের স্ত্রী দের নিয়ে কথা বলে।