যাকে ছুঁয়ে হয়ে গেল 
পাথর মানুষ,
যে -নামে পবিত্র হলো 
দস্যু-রত্নাকর ।
সেই নাম মুখে ,আর 
হাতে পেট্রোল ?
তুই রাম -ভক্ত ,নাকি 
ভুখা অজগর?

হিন্দু বাড়ির-ই মেয়ে 
মন্থরা-  কৈকেয়ী
 চেয়েছিল শ্রী রামের 
আধি- সর্বনাশ! 
এদিকে রাবণ নিষ্ঠ 
শিবের পূজারী__ 
হয়েও কী -ক`রে করে 
হরণ- বিলাস?
 
ওদিকে তাকিয়ে দেখ্,
দ্রৌপদীর শাড়ি 
ধ`রে টানাটানি করে 
হিন্দু- দুঃশাসন ।
 আঠারো দিনের এক 
মারণ-তান্ডবে
পাণ্ডব- বিনাশোদ্যত 
চোর- দুর্যোধন!

অথচ যখন সীতা 
কাঁদছেন একা 
অশোক- উদ্যানে কিংবা
অগ্নিপরীক্ষায়। 
তখন জগৎজুড়ে 
হিন্দু-মুসলিম__ 
ভেদাভেদ ভুলে কাঁদে
সমবেদনায়!
_________________________
এ-ধারে নবীর পথে 
কাঁটা পোতে  চাচা  
আত্মীয়রা কেড়ে নেয় 
মক্কা থেকে মাটি। 
হোসেনের মুন্ডু কেটে 
ছিল, তারা কারা? 
নেচেছিল কারা,হাতে 
নিয়ে তীর- লাঠি?

মুসলিম দেয়নি -কি 
হাসানকে বিষ?
কেন তবে খুন হল 
আলী- হায়দর? 
ওসমান -ওমরের 
প্রাণ কারা নিলো ?
কার হাতে লাল হলো 
মরুর প্রান্তর?

বিধর্মী- নিধন আর 
সম্পদ লুণ্ঠন 
 হযরত শেখাননি, 
তবে কেন বল্---- 
মন্দিরের চুড়ো গুলো 
গুঁড়ো করে গেলি 
মামুদ -তৈমুর-
কালাপাহাড়ের দল?
________________________
অথচ যখন আসে 
'কারবালা -স্মৃতি' 
অথবা নবীকে ছুঁড়ে 
মারছে পাথর !
তখন স্তম্ভিত লাজে 
বিশ্ব-মানবতা 
হিন্দু-মুসলিম সম-
ব্যথায় কাতর!!