(১)      
যদি থাকে,
 একখানা 'আঁঠি',
 একমুঠো মাটি ।
 পড়ে যদি ___
 এক চিলতে রোদ,
 বৃষ্টি এক- কণা !
  তাহলেই, ব্যস্ !
 গাছ -ভর্তি ফুল- সম্ভাবনা!
         (২)
পাখি যদি ,
কিচিরমিচির____
 ডাক পাড়ে জোর !
 দরজাতে____
 রোদ কড়া- নাড়বেই ,
 অন্ধকার সরবেই ,
 ফুলে- ফুলে ভ'রবেই  ভোর !
         (৩)
আমাদের ___
 জীবন -যৌবন ,
 কিছুক্ষণ বাঁচে।
 কিন্তু ওই ____
কোকিলের তান ,
ভ্রমরের গান ,
 যুগ -যুগ ধ'রে বেঁচে আছে ।।

            ।।সমাপ্ত।।